কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়ন কাঁঠালিয়া গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক পক্ষ কে কুপিয়ে জখম করে। ঘটনার তারিখ গত ০২/০২/২০২৫ইং রাত আনুমানিক ৮টায়।
স্হানীয় লোকজন থেকে জানা যায় আহত আবদুল লতিফ(৪৫) এবং লতিফ এর ছেলে মোঃ রনি(২২)একজন দিনমজুর। আবদুল লতিফ এর আপন দুই ভাই এবং ভগ্নিপতি হামলা কারী ছিলো তাদের নাম মোঃ জাহাঙ্গীর (৩৮) মমিন মিয়া (৪২) আজগর (৪২) সাকিব (২২) তারা একই গ্রামের বাসিন্দা
গত ২ ফেব্রুয়ারী আহত আবদুল লতিফ এর মেয়ের সাথে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে আবদুল লতিফ এর মেয়ে কে হামলাকারীরা তারা মারধর করে লতিফ এবং রনি হামলা কারীদের বাঁধা দিলে হামলা কারীরা পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে আবদুল লতিফ তার মেয়ে তার ছেলে রনি কে কুপিয়ে জখম করে।
ঘটনার স্থল থেকে আহত আবদুল লতিফ তার ছেলে রনি তার মেয়ে কে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসা শেষে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
স্হানীয় লোকজন থেকে আরো জানা যায় হামলা কারী মমিন মিয়া, আজগর,জাহাঙ্গীর, সাকিব চিহ্নিত মাদক ব্যবসায়ী গত কিছু দিন আগে মমিন এর ছেলে সাকিব কে ৪০০ পিছ ফেনসিডিল ও ৪০ কেজি গাঁজা নিয়ে আটক করে এবং মমিন মিয়ার নামেও রয়েছে একাধিক মাদক এর মামলা।